Kolkata : মাঘের শেষে শীতের শিরশিরানি, কলকাতায় পারদ নামাল ৬ ডিগ্রি

কলকাতা, ৬ ফেব্রুয়ারি (হি.স.) : সরস্বতী পুজোতে বৃষ্টির ভ্রূকুটি ছিল। তা কাটিয়ে ঝলমলিয়ে রোদ উঠেছিল কলকাতায়। রবিবারও তার অন্যথা হচ্ছে না। পশ্চিমী ঝঞ্ঝার দাপটকে দূরে সরিয়ে ফের মাথা চারা দিয়ে উঠছে মাঘের শীত। গত দুদিনে হুড়মুড় করে তাপমাত্রার পারদ নেমে গেছে অনেকখানি।

আলিপুর আবহাওয়া দফতরের খবর অনুযায়ী রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে যা ৩ ডিগ্রি কম। গত দু’দিনে তাপমাত্রা ৬ ডিগ্রি নেমে গেছে বলে খবর। ফলে ফের হাড় কাঁপাচ্ছে উত্তুরে হাওয়ার কনকনানি।
পশ্চিমী ঝঞ্ঝার কারণে সরস্বতী পুজোতেও বৃষ্টি হবে বলে পূর্বাভাস দিয়েছিল আলিপুরের হাওয়া অফিস। সেই মতো সরস্বতী পুজোর আগের দিন শুক্রবার বৃষ্টি হয়েছে রাজ্যের উত্তর থেকে দক্ষিণে। সারাদিন ছিল মেঘলা আকাশ, শীতও গায়েব হয়ে গিয়েছিল। কিন্তু সরস্বতী পুজোর আগেই ঝঞ্ঝার মেঘ কেটে গেছে বাংলার আকাশ থেকে। ফের ঝলমলিয়ে উঠেছে শীতের রোদ। ফলে ঠান্ডাটাও পড়ছে জাঁকিয়ে।

আবহাওয়া দফতর জানিয়েছে, জাঁকিয়ে ঠান্ডা পড়লেও শীতের আয়ু আর বেশিদিন নেই। আরও দু’একদিন এমন ঠান্ডার পরেই বাংলা থেকে এবছরের মতো বিদায় নেবে উত্তুরে হাওয়া, ফের তাপমাত্রা বাড়তে শুরু করবে। তার আগে স্লগ ওভারে শীতের ব্যাটিং কেমন জমে, সেটাই এখন দেখার।
হিন্দুস্থান সমাচার/সঞ্জয়