Arrested : সোনামুড়া সীমান্তে বাইসাইকেল থেকে  বাংলাদেশের ১০ লক্ষ  টাকা উদ্ধার, আটক পাচারকারী

নিজস্ব প্রতিনিধি, বক্সনগর, ৬ ফেব্রুয়ারী৷৷ সিপাহীজলা জেলার অন্যতম একটি সীমান্ত বর্তী মহকুমা হচ্ছে সোনামুড়া মহকুমা,আর উক্ত মহকুমার তিনটি  বিধান সভা কেন্দ্রই হল ইন্দো বাংলা সীমান্ত  এলাকায়  অবস্থিত৷ সোনামুড়া এলাকায়  বরাবর রাজ্যের পাঁচার বানিজ্যের মৃগয়া করিডোর হিসাবে  বিশেষ  পরিচিত  লাভ করেছে ৷ প্রায় সময় সংবাদ  শিরোনামে সোনামুড়া এপার ওপার রমরমা পাঁচার বানিজ্যের রাঘববোয়াল  ধরাও পড়ে৷ এক কথায়  যত ধরনের  পাঁচার বানিজ্য আছে  ঠিক  সব ধরনের  পাঁচার বানিজ্যের  মাষ্টার  মাইন্ড  এই সোনামুড়া মহকুমার সীমান্তে  পুলিশ  প্রশাসনের আড়ালে  আব ডালে গোপন  আস্থানায়  বসবাস করছে৷ তেমনি বাংলাদেশী টাকা  কারবারী  দশ লক্ষ টাকা  হাবিল মিয়া  নামে এক যুবক বাই সাইকেলের টাইয়ারের ভিতর  মজুত করে পাঁচার করার সময়  বি এস এফ হাতে নাতে ধরতে সক্ষম হয়৷ সীমান্ত  বর্তী  এন সি নগর এলাকায়  কর্তব্যরত বি এস এফ ১৩৩ ব্যাটিলিয়ান জওয়ান  প্রহরারত ছিল৷ গোপন সংবাদের ভিত্তিতে সাইকেল এবং  হাবিলকে আটক করেই তল্লাশি  চালিয়ে  উদ্ধার   করেন বাংলাদেশী দশ লক্ষ টাকা৷ শনিবার দুপুরের  ঘটনা তবে পাঁচার কারিরা অভিনব পদ্ধতি  অবলম্বন  করেই ওই সব  এপার ওপার করতে সিদ্ধ হস্ত৷  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *