চামোলি, ৫ ফেব্রুয়ারি (হি.স.): এখনও প্রায় ৩ মাসের অপেক্ষা, আগামী মে মাসের ৮ তারিখ পুনরায় উন্মুক্ত হতে চলেছে বদ্রীনাথ মন্দিরের কপাট। পুন্যলগ্ন সকাল ৬.১৫ মিনিট, ওই সময়ই খুলে দেওয়া হবে বদ্রীনাথ মন্দিরের কপাট। শীতের শুরুতে গত বছরের ২০ নভেম্বর বন্ধ করে দেওয়া হয়েছিল বদ্রীনাথ মন্দিরের কপাট, হিমালয়ের পাদদেশে অবস্থিত এই মন্দির পুনরায় উন্মুক্ত হবে ৮ মে সকাল ৬.১৫ মিনিটে।
শনিবার বদ্রীনাথ মন্দির খুলে যাওয়ায় দিনক্ষণ সম্পর্কে জানা গেলেও, কেদারনাথ মন্দির, যমুনোত্রী ও গঙ্গোত্রী মন্দির কবে খুলবে তা এখনও পর্যন্ত জানা যায়নি। খুব শীঘ্রই চারধাম যাত্ৰার অধীনস্থ এই তিনটি মন্দিরল খোলার দিনক্ষণ ঘোষণা করা হবে বলে মনে করা হচ্ছে।