Delhi : সর্বনিম্ন তাপমাত্রা ৬ ডিগ্রি, ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ল রাজধানী দিল্লি

নয়াদিল্লি, ৫ ফেব্রুয়ারি (হি.স.): ঘন কুয়াশা ও শীতের আবহে ঘুম ভাঙল দিল্লিবাসীর। শনিবার সকালে মাত্রাতিরিক্ত কুয়াশা ছিল দিল্লিতে, রাজধানী সংলগ্ন অন্যান্য জেলাতেও ছিল কুয়াশার আবরণ। একইসঙ্গে জম্পেশ ঠান্ডা ছিল দিল্লিতে। কুয়াশার কারণে দিল্লির রাজপথে এদিন সকালে যানবাহন চলাচল ধীরে গতিতে চললেও, দিল্লি বিমানবন্দরে বিমান ওঠানামায় কোনও বিঘ্ন হয়নি। দিল্লি ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতার যথেষ্ট অভাব ছিল দিল্লি বিমানবন্দরে। তবে, সমস্ত বিমান সঠিক সময়ে ওঠানামা করেছে।

দিল্লিতে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬ ডিগ্রি সেলসিয়াস, ৬ ডিগ্রি পারদ পতনে রাজধানীতে এদিন যথেষ্ট ঠান্ডা ছিল। ভারতীয় আবহাওয়া দফতর জানিয়েছেন, সকাল ৮.৩০ মিনিট ঘন কুয়াশার চাদরে ঢাকা ছিল দিল্লি, পঞ্জাব ও হরিয়ানাতেও ছিল কুয়াশা। কুয়াশার চাদরে ঢাকা ছিল উত্তর প্রদেশের আগ্রা ও লখনউ। দিল্লি, হরিয়ানা, পঞ্জাব ও উত্তর প্রদেশে কুয়াশার প্রভাবে দৃশ্যমানতা একেবারে তলানিতে পৌঁছে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *