Cancer : ক্যানসারে আক্রান্ত নিউজিল্যান্ডের প্রাক্তন তারকা ক্রিস কেয়ার্নস

সিডনি, ৫ ফেব্রুয়ারি (হি.স.) : অস্ত্রোপচারের পর পক্ষাঘাতে আক্রান্ত হয়েছিলেন নিউজিল্যান্ডের প্রাক্তন তারকা ক্রিস কেয়ার্নস। এবার আরও বড় দুঃসংবাদ এল। জানা গিয়েছে, মারণ ক্যানসার থাবা বসিয়েছে প্রাক্তন ক্রিকেটারের শরীরে।

গত বছর আগস্টে ক্যানবেরায় থাকাকালীন ধমনী ছিঁড়ে যাওয়ায় শারীরিক অবস্থার অবনতি ঘটেছিল তাঁর। তার আগেও একাধিক অস্ত্রোপচার হয়েছিল। সব মিলিয়েই অসুস্থতা বাড়ে। প্রভাব পড়ে হৃৎপিণ্ডতেও। অস্ট্রেলিয়ার হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। কিন্তু যেভাবে তিনি চিকিৎসায় সাড়া দেবেন বলে আশা করেছিলেন চিকিৎসকরা, তেমনটা হয়নি। ফলে পরে তাঁকে লাইফ সাপোর্টে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। পরে আরও ভাল চিকিৎসার জন্য সিডনির স্পেশ্যাল হাসপাতালে স্থানান্তরিতও করা হয়েছিল ক্রিসকে। হৃদরোগের কারণে হয় অস্ত্রোপচার। কিন্তু অস্ত্রোপচারের সময় পক্ষাঘাতেআক্রান্ত হন ক্রিস। দীর্ঘ ৫ মাস চিকিৎসাধীন থাকার পর অবশেষে গত সপ্তাহে ছুটি পেয়েছিলেন হাসপাতাল থেকে। কিন্তু তারপরই আবার এখন খারাপ খবর।
মাত্র ১৭ বছর বয়সেই আন্তর্জাতিক কেরিয়ার শুরু করেছিলেন ক্রিস। দেশের হয়ে খেলেছেন ৬২টি টেস্টে এবং ২১৫টি একদিনের ম্যাচ। টেস্টে তিন হাজারেরও বেশি এবং একদিনের ক্রিকেটে রয়েছে প্রায় পাঁচ হাজার রান। অলরাউন্ডার হিসেবে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ২০০০ সালে উইসডেন ক্রিকেটারের সম্মানও পেয়েছিলেন তিনি। ২০০৪-এ টেস্ট থেকে অবসর ঘোষণার সময় নিউজিল্যান্ড ‘অর্ডার অফ মেরিট’ সম্মানে ভূষিত হয়েছিলেন এই তারকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *