নয়াদিল্লি, ৫ ফেব্রুয়ারি (হি.স.): সমস্ত দেশবাসীকে বসন্ত পঞ্চমী ও সরস্বতী পুজোর শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। শনিবার সকালে টুইটারে নিজের মনের ভাব ব্যক্ত করে রাষ্ট্রপতি শুভেচ্ছা-বার্তায় জানিয়েছেন, বসন্তের আগমণ সমস্ত দেশবাসীর জীবনে সুখ, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য বয়ে আনুক। বিদ্যারদেবী সরস্বতী সকলের জীবনকে জ্ঞানের আলোয় আলোকিত করুক, এটাই কামনা করছি।
রাষ্ট্রপতি এদিন সকালে টুইটারে লিখেছেন, “বসন্ত পঞ্চমী ও সরস্বতী পুজোর উপলক্ষ্যে সমস্ত দেশবাসীকে আমার আন্তরিক শুভেচ্ছা। বসন্তের আগমন সমস্ত দেশবাসীর জীবনে বয়ে আনুক সুখ, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য এবং বিদ্যার দেবী সরস্বতী সকলের জীবনকে জ্ঞানের আলোয় আলোকিত করুক এই কামনা করি।”