রামপুর (উত্তর প্রদেশ), ৫ ফেব্রুয়ারি (হি.স.): উত্তর প্রদেশের রামপুরে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারালেন ৫ জন। দুর্ঘটনায় একজন প্রাণে বাঁচলেন তাঁর অবস্থা সঙ্কটজনক। সেই ওই গাড়ির চালক। শুক্রবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে রামপুরের টান্ডা থানা এলাকায়। টান্ডা এসডিএম রাজেশ কুমার জানিয়েছেন, চালক-সহ ৬ জন গাড়িতে করে ফিরছিলেন। পথ দুর্ঘটনার কবলে পড়ে তাঁদের গাড়ি। দুর্ঘটনাস্থলেই ৫ জনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় চালককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে উদ্ধার করা হয়েছে। এসডিএম রাজেশ কুমার আরও জানিয়েছেন, একটি ইকো গাড়িতে ছিলেন সকলে, কোনওভাবে দুর্ঘটনার কবলে পড়ে গাড়িটি। গাড়িটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।