কাবুল, ৪ ফেব্রুয়ারি (হি. স.) : কাবুলের এক কারাগার থেকে ১৪ মহিলা বন্দিকে মুক্তি দিল তালিবান সরকার। তালিবান সরকারের এমন সিদ্ধান্তে আশার আলো দেখছেন মানবাধিকার কর্মীরা।
শুক্রবার আফগানিস্তানের স্থানীয় সংবাদ সংস্থা জানিয়েছে, ক্ষমতায় ফেরার পরেই দেশের বিভিন্ন কারাগারে থাকা মহিলা বন্দিদের মুক্তির বিষয়ে এক কমিটি গঠন করেছিল তালিবান সরকার। পাঁচ সদস্যের কমিটির মূল্যায়নের ভিত্তিতেই বৃহস্পতিবার কাবুলের কারাগার থেকে ১৪ মহিলা কয়েদিকে ছেড়ে দেওয়া হয়।’ যাদের মুক্তি দেওয়া হয়েছে, তারা বেআইনি এবং শরিয়া আইনের পরিপন্থী কাজকর্ম না করার প্রতিশ্রুতি দিয়েছেন।’ রাজনৈতিক পালাবদলের পরেই কম লঘু অপরাধমূলক কাজকর্মে জড়িত বেশ কয়েজকজন বন্দিকে মুক্তি দিয়েছিল তালিবান সরকার।