দার্জিলিং, ৪ ফেব্রুয়ারি (হি.স.): তুষারপাতের সৌজন্যে বরফের চাদরে ঢাকা পড়ল দার্জিলিং। শুক্রবার দার্জিলিংয়ের জোড়বাংলো, সান্দাকফু, টাইগার হিলে তুষারপাত হয়েছে। অন্যদিকে, সিকিমেও তুষারপাত হয়েছে। সিকিমের লাচুং, লাচেন, ছাঙ্গু লেক, কালাপাহাড় প্রভৃতি এলাকায় বরফ পড়েছে। ওই এলাকাগুলিতে তাপমাত্রা হিমাঙ্কের কাছাকাছি পৌঁছে গিয়েছে। এনিয়ে গত এক মাসে দার্জিলিংয়ে এই নিয়ে ৭ বার তুষারপাত হল। দেড় দশক পর এমন পরিস্থিতি তৈরি হয়েছে।
পাহাড়ে তুষারপাত ও সমতলে হয়েছে বৃষ্টি, শুক্রবার উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হয়েছে। শুক্রবার ভোর থেকে উত্তরবঙ্গে বৃষ্টি শুরু হয়। উত্তরবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। কিছু কিছু জায়গায় শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে। শনিবারও উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে রাতের তাপমাত্রা আরও ২ ডিগ্রি বাড়বে।