চাপ সৃষ্টির জন্য রাজনৈতিক উদ্দেশে গ্রেফতার চান্নির ভাইপো : খাড়গে

নয়াদিল্লি, ৪ ফেব্রুয়ারি (হি.স.): পঞ্জাবে ভোটের আগে চাপ সৃষ্টির জন্য রাজনৈতিক উদ্দেশে গ্রেফতার করা হয়েছে চরণজিৎ সিং চান্নির ভাইপোকে। বললেন প্রবীণ কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে। খাড়গের কথায়, যদি কারও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দরকারই ছিল, তাহলে ৪-৫ মাসের মধ্যেই তা করা উচিত ছিল, একদিনে নয়। উদ্দেশ্যপ্রণোদিতভাবে এমনটা করা হয়েছে।

বালি পাচার মামলায় বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাতের মধ্যে পঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নির ভাইপো ভূপিন্দর সিং হানিকে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে পঞ্জাবে। উল্লেখ্য, গত মাসেই বালি পাচার মামলায় পঞ্জাবের বিভিন্ন জায়গায় অভিযান চালায় কেন্দ্রীয় সংস্থা। সে সময়ও মুখ্যমন্ত্রীর আত্মীয়ের কাছ থেকে নগদ আট কোটি টাকা বাজেয়াপ্ত করে ইডি। নগদ টাকা, দামি হাতঘড়ি, মোবাইল, সোনা ইত্যাদি বাজেয়াপ্ত হয়। ইডি সূত্রের খবর, অবৈধ বালি পাচার মামলায় বৃহস্পতিবার প্রায় সারাদিন জলন্ধরে জেরা করা হয় ভূপিন্দর সিং হানিকে। দীর্ঘ জেরা করার পর তাঁকে গ্রেফতার করা হয়। এই গ্রেফতারি প্রসঙ্গে মল্লিকার্জুন খাড়গে বলেছেন, “চান্নি একজন তফসিলি জাতের মুখ্যমন্ত্রী, তাঁরা (বিজেপি) তাঁকে বিরক্ত করতে এবং নিরাশ করতে চাইছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *