উত্তর প্রদেশ ভোটে কংগ্রেসের তারকা প্রচারক সোনিয়া, মনমোহন, তালিকায় রাহুল-প্রিয়াঙ্কাও

নয়াদিল্লি, ২৪ জানুয়ারি (হি.স.): কিছু দিন পরই উত্তর প্রদেশে বিধানসভা নির্বাচন, তার আগে সোমবার প্রথম দফার ভোটের জন্য তারকা প্রচারকদের নামের তালিকা প্রকাশ করল কংগ্রেস। তারকা প্রচারক হিসেবে মোট ৩০ জনের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। সেই নাম তালিকায় নাম রয়েছে কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধী, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের নাম।

এছাড়াও রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী বঢরা, গুলাম নবী আজাদ, অশোক গেহলট প্রমুখের নাম রয়েছে তারকা প্রচারকের তালিকায়। তারকা প্রচারকের গুরুত্বপূর্ণ দায়িত্বে পেয়েছেন ভুপেশ বাঘেল, সচিন পাইলটও। সোমবার প্রকাশিত মোট ৩০ জনের তালিকায় আরও যাঁদের নাম রয়েছে তাঁরা হলেন, ভুপিন্দর সিং হুডা, রাজ বব্বর, আর পি এন সিং, কানহাইয়া কুমার, হার্দিক প্যাটেল, সুপ্রিয়া শ্রীনাতে প্রমুখ।