BRAKING NEWS

চিকিৎসায় সাড়া দিচ্ছেন লতা মঙ্গেশকর, বিবৃতি হাসপাতাল কর্তৃপক্ষের

মুম্বই, ২২ জানুয়ারি (হি.স.) : সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের শারীরিক অবস্থা নিয়ে শনিবার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে একাধিক খবর। গুজবের অবসান ঘটাতে শেষ পর্যন্ত বিবৃতি জারি করে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতাল। মুখপাত্র প্রতীত সামদানি বলেন, ‘যে ধরণের গুজব রটানো হচ্ছে, তা অবিলম্বে বন্ধ হওয়া প্রয়োজন। লতাদিদি চিকিৎসায় ইতিবাচক সাড়া দিচ্ছিন। আগের তুলনায় তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। এই মুহূর্তে তিনি আইসিইউতে চিকিৎসাধীন। আমি প্রার্থনা করছি তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন এবং বাড়ি ফিরে আসবেন।’

করোনায় আক্রান্ত হয়ে লতা মঙ্গেশকর গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। সুরসম্রাজ্ঞীর শারীরিক অবস্থা জানতে উৎসুক গোট দেশ।
প্রসঙ্গত, এদিন গোটা দিন ধরে লতা মঙ্গেশকরকে নিয়ে ভুয়ো খবর রটতে শুরু করে। ক্ষুব্ধ হন তাঁর অনুরাগীরা। গুজবের মুখে বাধ্য হয়ে টুইট করেন স্মৃতি ইরানি। কেন্দ্রীয় মন্ত্রী এদিন লেখেন, ‘লতাদিদির পরিবারের তরফে সকলের কাছে অনুরোধ করা হচ্ছে, আপনারা কেউ গুজব রটাবেন না। তিনি চিকিৎসায় ইচিবাচক সাড়া দিচ্ছেন। ঈশ্বরের কৃপায় তিনি দ্রুত ঘরে ফিরবেন। গুজবে কান না দিয়ে, আসুন আপনারা সকলে লতাদিদির দ্রুত আরোগ্য এবং সুস্থতা কামনা করি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *