বাংলাদেশের নাবালককে মারধর, ধৃত এক

আমবাসা, ২২ জানুয়ারি : ধলাই জেলার আমবাসার জগন্নাথ

পুর উপজাতি নিবাসে এক নাবালককে মারধোর করার ঘটনায় জড়িত ২ ব্যক্তিকে আটক করেছে আমবাসা থানার পুলিশ।
জানা গেছে, জীবন্ত চাকমা নামে এক নাবালক এবং অরুণ চাকমা নামে এক ব্যক্তির বাকবিতন্ডাকে কেন্দ্র করে ঝামেলার সূত্রপাত হয়। পরবর্তী সময়ে জীবন্ত চাকমাকে মারধর করেন অরুণ চাকমা। শেষে জগন্নাথপুর এলাকার জনগণ অরুণ চাকমাকে উত্তম-মধ্যম দিয়ে আমবাসা থানার হাতে তুলে দেয়।


এদিকে আমবাসা অগ্নিনির্বাপক বাহিনীর কর্মীরা জগন্নাথপুর উপজাতি নিবাস কেন্দ্র থেকে জীবন্ত চাকমাকে উদ্ধার করে নিয়ে আসে হাসপাতালে। জানা গেছে, তার বাড়ি বাংলাদেশের খাগড়াছড়ি জেলায়। বৈধ কাগজ না থাকায় পুলিশ তাকে নিয়ে আসে আমবাসা থানায়।