নয়াদিল্লি, ২১ জানুয়ারি (হি.স.): কোভিড-সংক্ৰমণ নিম্নমুখী হতেই বিধিনিষেধে কিছুটা ছাড় দিচ্ছে দিল্লি সরকার। এই মুহূর্তে সপ্তাহান্তের কারফিউ আর চাইছে না দিল্লি সরকার। এই সম্পর্কিত সুপারিশ দিল্লির উপ-রাজ্যপাল অনিল বাইজলের কাছে পাঠিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। পাশাপাশি দিল্লির বাজারে জোড়-বিজোড় ব্যবস্থা তুলে নিতেও চাইছে দিল্লি সরকার। ৫০ শতাংশ কর্মী নিয়ে বেসরকারি অফিসগুলিতে কাজ করার অনুমতি দেওয়া হোক সেই অনুমতিও চেয়েছেন কেজরিওয়াল।
কোভিড-সংক্রমণের বাড়বাড়ন্তের কারণে দিল্লিতে লাগু করা হয়েছিল সপ্তাহান্তের কারফিউ। শুক্রবার রাত দশটা থেকে সোমবার সকাল পাঁচটা পর্যন্ত দিল্লিতে বলবৎ থাকত সপ্তাহান্তের কারফিউ। কিন্তু, কোভিড-সংক্ৰমণ কমতেই সপ্তাহান্তের কারফিউ তুলে নিতে চাইছে দিল্লি সরকার। পাশাপাশি মার্কেট থেকে জোড়-বিজোড় নীতিও চাইছে না দিল্লি সরকার। দিল্লির উপ-রাজ্যপালের অনুমতি মিললেই, সপ্তাহান্তের কারফিউ উঠে যাবে দিল্লি থেকে।

