নয়াদিল্লি, ২১ জানুয়ারি (হি.স.): স্থাপনা দিবস উপলক্ষ্যে উত্তর-পূর্বের তিন রাজ্যের জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। ২১ জানুয়ারি দিনটি ভারতের উত্তর-পূর্বাঞ্চলের তিনটি রাজ্য মণিপুর, মেঘালয় ও ত্রিপুরার প্রতিষ্ঠা দিবস। শুক্রবার সকালে শুভেচ্ছা-বার্তায় রাষ্ট্রপতি জানিয়েছেন, প্রাকৃতিক সম্পদে ভরপুর এই রাজ্যগুলি উত্তর-পূর্বের প্রাণবন্ত সংস্কৃতি এবং অনন্য ঐতিহ্যের প্রতিনিধিত্ব করে।
১৯৭১-এর উত্তর-পূর্বাঞ্চল (পুনর্গঠন) আইনের অধীনে এই তিনটি রাজ্য ১৯৭২ সালের ২১ জানুয়ারি পূর্ণ রাজ্যে উন্নীত হয়। স্থাপনা দিবস উপলক্ষ্যে শুক্রবার সকালে উত্তর-পূর্বাঞ্চলের এই তিনটি রাজ্যের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি। টুইট বার্তায় রাষ্ট্রপতি জানিয়েছেন, স্থাপনা দিবসে মণিপুর, মেঘালয় ও ত্রিপুরার জনগণকে শুভেচ্ছা। প্রাকৃতিক সম্পদে ভরপুর এই রাজ্যগুলি উত্তর-পূর্বের প্রাণবন্ত সংস্কৃতি এবং অনন্য ঐতিহ্যের প্রতিনিধিত্ব করে। রাজ্যের নাগরিকদের সুন্দর ও সমৃদ্ধ ভবিষ্যতের জন্য কামনা করছি।

