নয়াদিল্লি, ২১ জানুয়ারি (হি.স.): ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহের কারণে শুক্রবারও দেরিতে ঘুম ভাঙল সমগ্র উত্তর ভারতের। শুক্রবার সকালে ঘন কুয়াশার চাদরে ঢাকা ছিল রাজধানী দিল্লি। কুয়াশায় মোড়া ছিল হরিয়ানা, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, পঞ্জাব, বিহারও। কোথাও কোথাও দৃশ্যমানতা একেবারে তলানিতে পৌঁছে যায়। পঞ্জাবের লুধিয়ানা,অমৃতসর ছিল কুয়াশায় ঢাকা, কুয়াশাচ্ছন্ন ছিল বিহারের পাটনা, উত্তর প্রদেশের বিভিন্ন জেলা। দিল্লিতে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭.৬ ডিগ্রি সেলসিয়াস, ছিল কুয়াশার দাপট।
ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) জানিয়েছে, শুক্রবার সকাল ৮.৩০ মিনিট নাগাদ রাজস্থানে ছিল কুয়াশার আস্তরণ, জয়পুরে দৃশ্যমানতা ছিল ২৫ মিটার, গোয়ালিয়রে শূন্য মিটার, পাটনায় ৫০ মিটার, ভুবনেশ্বরে ৫০ মিটার, লুধিয়ানা ও আম্বালায় ২৫ মিটার, পাটিয়ালায় ৫০ মিটার, উত্তর প্রদেশের আগ্রায় শূন্য মিটার, বরেলি ও গোরক্ষপুরে ২৫ মিটার। কুয়াশার কারণে দিল্লিগামী ২১টি ট্রেন এদিন দেরিতে চলছে।

