১৫ থেকে ১৮ বছর বয়সীদের টিকাকরণের বিশেষ অভিযান শুরু

আগরতলা, ১৯ জানুয়ারি : রাজ্যে করোণা সংক্রমণের হার বৃদ্ধি পাওয়ার সঙ্গে পাল্লা দিয়ে টিকাকরণ কর্মসূচি জোর কদমে এগিয়ে চলেছে। রাজ্য সরকার স্কুল পড়ুয়া ছাত্র ছাত্রীদের টিকাকরণের আওতায় নিয়ে আসার জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। এই বিশেষ কর্মসূচির অংশ হিসেবে বুধবার থেকে রাজ্যের প্রতিটি স্কুলে ছাত্র-ছাত্রীদের টিকাকরণের আওতায় নিয়ে আসার প্রয়াস নেয়া হয়েছে।


রাজ্য শিক্ষা দপ্তর সূত্রে জানানো হয়েছে, ১৫ থেকে ১৮ বছরের বয়স্কদের মধ্যে করোনা টিকাকরণের স্পেশাল ড্রাইভ শুরু হয়েছে বুধবার। রাজ্যের মোট ৭৩৪টি স্কুলে শুরু হয়ে গেছে টিকাকরণের স্পেশাল ড্রাইভ। ১৯, ২০, ২১ জানুয়ারী এই ৩দিন চলবে টিকাকরণ। রাজ্যের ১৫ থেকে ১৮ বছরের সকলেই যেন টিকাকরণের আওতায় আসে সেই লক্ষ্যেই এই কর্মসূচী বলে জানান শিক্ষামন্ত্রী রতন লাল নাথ।


বুধবার স্পেশাল ড্রাইভের প্রথম দিনে তিনি বেশ কিছু স্কুল পরিদর্শন করেছেন। ৭৩৪টি স্কুলের মধ্যে জেলা ভিত্তিক হিসেবে পশ্চিম জেলায় ২৩৭টি, ধলাই ৬২টি, গোমতী জেলায় ৫২টি, খোয়াইতে ৬৪টি, উত্তরে ১২০টি, সিপাহীজলায় ১২৪টি, দক্ষিণে ২৫ এবং ঊনকোটি জেলায় ৫০টি স্কুলে চলছে এই টিকাকরণ কর্মসূচী। শিক্ষামন্ত্রী রতন লাল নাথ রাজ্যের সব কটি স্কুলের ছাত্র-ছাত্রীদের টিকাকরণের আওতায় নিয়ে আসার জন্য ছাত্র-ছাত্রী এবং অভিভাবকদের কাছে অনুরোধ জানিয়েছেন।