ওমিক্রন বিশ্বে ছড়িয়ে পড়ছে, যাঁরা টিকা পাননি তাঁদের নিয়েই বেশি চিন্তা : হু প্রধান

জেনেভা, ১৯ জানুয়ারি (হি.স.): এখনই হাল ছাড়লে চলবে না, ফের একবার কোভিড-মহামারী নিয়ে সমগ্র বিশ্বকে সতর্ক করে দিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র প্রধান টেড্রস অ্যাডানম গেব্রেয়েসুস। যে সমস্ত দেশে বহু সংখ্যক মানুষ এখনও টিকা পাননি, তা নিয়ে তিনি যথেষ্ট চিন্তিত। ভারতীয় সময় অনুযায়ী, মঙ্গলবার গভীর রাত ১.৩২ মিনিট নাগাদ, ভিডিও বার্তায় হু প্রধান জানিয়েছেন, “ওমিক্রন এখনও গোটা বিশ্বে ছড়িয়ে পড়ছে এবং আমি সেই সকল দেশগুলিকে নিয়ে চিন্তিত যেখানে এখনও একটি বড় সংখ্যক মানুষ টিকা পাননি। আর যাঁরা টিকা পাননি তাঁদের অসুস্থতার তীব্রতা ও মৃত্যুর আশঙ্কা বহুলাংশে বেশি।’’

পাশাপাশি হু প্রধানের সতর্কবার্তা, করোনার অন্যান্য প্রজাতিগুলির থেকে তীব্রতা কম হলেও ওমিক্রন মৃদু, এই ধারণা একেবারেই ঠিক নয়। ওমিক্রনেও ভর্তি হতে হচ্ছে হাসপাতালে, ঘটছে মৃত্যুও। হু-এর তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত গোটা বিশ্ব জুড়ে প্রতি সপ্তাহে গড়ে ৪৫ হাজার মানুষ মারা যাচ্ছেন কোভিড সংক্রমণে। টেড্রস বলেছেন, গত সপ্তাহেই ১৮ মিলিয়নের বেশি মানুষ ওমিক্রনে আক্রান্ত হয়েছেন, ওমিক্রনে মৃত্যুর সংখ্যা কম হলেও। স্বাস্থ্য পরিষেবার উপর এই প্রজাতি যেভাবে প্রভাব ফেলছে তাতেই উদ্বিগ্ন হু প্রধান।