অনিয়মিত বাস পরিষেবা, পাঁচলায় ব্যবসায়ীদের পথ অবরোধে পুলিশের লাঠিচার্জ

হাওড়া, ১৯ জানুয়ারি (হি.স.): হাওড়া জেলার পাঁচলায় বাস পরিষেবা নিয়ে অনিয়মের অভিযোগে পথ অবরোধ করলেন ব্যবসায়ীরা। বুধবার সকালের এই ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে ওঠে এখানকার গঙ্গাধরপুর লাইব্রেরী মোড়। অবরোধকারীদের হঠাতে পুলিশ ব্যাপক লাঠিচার্জ করে বলে অভিযোগ। ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে পুলিস।

জানা গিয়েছে, প্রতিদিন ভোর ৪টের সময় প্রথম বাস ধরে স্থানীয় ব্যবসায়ীরা কলকাতার বিভিন্ন হাটে যাযন। ব্যবসায়ীরা বলেন, সম্প্রতি বাস কমে যাওয়ার পাশাপাশি অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে। আর এই ঘটনার প্রতিবাদেই এদিন সকালে পথ অবরোধ করেন বিক্ষুব্ধরা। অভিযোগ, পথ অবরোধের খবর পাওয়ার পর পাঁচলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে উত্তেজিত জনতা পুলিশকে ধাক্কাধাক্কি শুরু করে। এরপর পুলিশ ব্যাপক লাঠিচার্জ করে অবরোধকারীদের হটিয়ে দেয়।