কোভিডে সংক্রমিত ফারদিন খান, উপসর্গহীন প্রাক্তন বলিউড অভিনেতা

মুম্বই, ১৯ জানুয়ারি (হি.স.): কোভিডে আক্রান্ত হওয়া তারকাদের তালিকায় নতুন সংযোজন। এবার কোভিডে আক্রান্ত হলেন প্রাক্তন বলিউড অভিনেতা ফারদিন খান। বুধবার টুইট করে সে কথা জানালেন তিনি। আপাতত নিভৃতবাসে আছেন। টুইটে ফারদিন লিখেছেন, ‘কোভিড পজিটিভ হয়েছি। সৌভাগ্যবশত আমি উপসর্গহীন। করোনা থেকে আরোগ্যের পথে যাঁরা রয়েছেন, তাঁদেরকে আমি শুভেচ্ছা জানাই।”

ফারদিন আরও লিখেছেন, “বাকিদের আমার অনুরোধ, কোনও রকম সন্দেহ হলে, করোনা পরীক্ষা করাতে থাকুন। কারণ এই ভাইরাস শিশুদেরও আক্রমণ করছে। সকলকেই খুব সাধারণ ওষুধ দিয়ে চিকিৎসা করানো হচ্ছে।” প্রসঙ্গত, ফারদিন খানের তুতো বোন এবং হৃতিক রোশনের প্রাক্তন স্ত্রী সুজান খান সদ্যই করোনামুক্ত হয়েছেন। তার আগে করোনা পজিটিভ হয়েছিলেন হৃতিকও।