মোহালি, ১৯ জানুয়ারি (হি.স.): অবৈধ বালি খননের মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর দীর্ঘ তল্লাশি অভিযান শেষ। তল্লাশি অভিযান শেষে বুধবার ইডি জানিয়েছে, ভূপিন্দর সিং হানির মোহালির বাড়ি-সহ বিভিন্ন ঠিকানায় তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়েছে নগদ প্রায় ১০.৭ কোটি টাকা। তার মধ্যে শুধুমাত্র হানির বাড়িতে মিলেছে নগদ ৩.৯ কোটি টাকা। ভূপিন্দর সিং হানি হলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নির ভাইপো।
ভোটমুখী পঞ্জাবে মঙ্গলবার লুধিয়ানা, মোহালি ও পাঠানকোটের ১০টি জায়গায় অবৈধ বালি খননের মামলায় তল্লাশি অভিযান চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। যার মধ্যে ছিল চরণজিৎ সিং চান্নির ভাইপো ভূপিন্দর সিং হানির মোহালির বাড়িও। চান্নির ভাইপোর বিরুদ্ধে মামলাটির সূত্রপাত ২০১৮ সালে। কুদরত দীপ সিং নামে এক ব্যক্তির বিরুদ্ধে পঞ্জাব পুলিশ আর্থিক নয়ছয় প্রতিরোধ আইনের আওতায় অভিযোগ দায়ের করে। শহিদ ভগৎ সিং নগরের নওয়ানশহরে কুদরতের নিজের খনি রয়েছে। কুদরত দু’টি কোম্পানি তৈরি করেন। যার ডিরেক্টর মু্খ্যমন্ত্রী চান্নির ভাইপো ভূপিন্দর এবং সন্দীপ সিং নামে আরও এক জন। সেই সূত্রেই চান্নির ভাইপোর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্তে তল্লাশি অভিযান চালায় ইডি। বিভিন্ন ঠিকানায় তল্লাশি চালিয়ে নগদ প্রায় ১০.৭ কোটি টাকা উদ্ধার করেছে ইডি।

