Beautification : উদয়পুর জগন্নাথ দীঘি সৌন্দর্যায়নের কাজ খুব শীঘ্রই সম্পন্ন হবে : পর্যটন মন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জানুয়ারী। উদয়পুর জগন্নাথ দীঘি সৌন্দর্যায়নের কাজ খুব শীঘ্রই সম্পন্ন হবে। সৌন্দর্যায়নের কাজ খুব দ্রুত চালিয়ে যাওয়ার জন্য দায়িত্বপ্রাপ্ত সংস্থার কাছে আহ্বান জানিয়েছেন পর্যটন মন্ত্রী প্রণজিত সিংহ রায়। তিনিউদয়পুরের জগন্নাথ দিঘির সৌন্দর্য্যায়নের কাজ পরিদর্শন করেন। তার সাথে ছিলেন উদয়পুর পুর পরিষদের পারিষদ এবং পূর্ত দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এবং অন্যান্যরা।

মন্ত্রী কাজের গুণগত মান বজায় রেখে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার আহ্বান জানান নির্মাণকারী সংস্থাকে। উল্লেখ্য, ২০১৮ সালে বিজেপি ক্ষমতায় আসার পর জগন্নাথ দিঘিকে সংস্কারের কাজে হাত দেয়। কাজের গুণগত মান বজায় রাখে দ্রুত কাজ সম্পন্ন করার জন্য নির্দেশ দিয়েছেন পর্যটনমন্ত্রী প্রণজিত সিংহ রায়।