নয়াদিল্লি, ১৬ জানুয়ারি (হি.স.) : দেশে করোনা টিকা অভিযানের এক বছর পূর্ণ হওয়ায় ডাক্তার, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের প্রশংসা করে রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, আমাদের টিকাদান কর্মসূচি কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে আপনারা অনেক জোর দিয়েছেন। তিনি বলেন, মহামারীর বিরুদ্ধে লড়াই করার জন্য ভারতের পদ্ধতি সর্বদা বিজ্ঞান-ভিত্তিক হবে। আসুন আমরা কোভিড বিধি অনুসরণ করি এবং মহামারী কাটিয়ে উঠি।
এদিন আরেক টুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেন, “আমি টিকাদান অভিযানে জড়িত সবাইকে অভিনন্দন জানাই। আমাদের টিকাদান কর্মসূচি কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে অনেক শক্তি যোগ করেছে। এটি জীবন বাঁচাতে এবং এইভাবে জীবিকা রক্ষার দিকে পরিচালিত করেছে। একই সাথে, আমাদের ডাক্তার, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের ভূমিকা অসাধারণ। আমরা যখন প্রত্যন্ত অঞ্চলের লোকজনকে টিকা দিতে দেখি বা আমাদের স্বাস্থ্যকর্মীরা সেখানে ভ্যাকসিন নিয়ে যেতে দেখি, তখন আমাদের হৃদয় ও মন গর্বে ভরে যায়।”
উল্লেখ্য, করোনার বিরুদ্ধে কার্যকর টিকাদান অভিযান শুরু হয়েছিল গত বছরের ১৬ জানুয়ারি থেকে। এতে স্বাস্থ্যকর্মীদের পরে অগ্রাধিকার দেওয়া হয়েছে ফ্রন্টলাইন কর্মীদের। ৬০ বছরের বেশি বয়সী ব্যক্তিদের ১ মার্চ থেকে এবং তারপর ১ এপ্রিল থেকে ৪৫ বছরের বেশি বয়সীদের টিকা দেওয়া শুরু হয়। ১ মে থেকে ১৮ বছরের বেশি বয়সী যুবকদের টিকা দেওয়া শুরু হয়। এই বছরের শুরুর দিকে ৩ জানুয়ারি থেকে কিশোরদের (১৫-১৮ বছর) জন্য টিকা দেওয়া শুরু করে।

