Honesty : সততার অনন্য নজির স্থাপন করলেন উদয়পুরের নারায়ন সাহা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জানুয়ারী। সততার অনন্য নজির স্থাপন করলেন উদয়পুর এর ফুলকুমারী এলাকার নারায়ন সাহা নামে এক ব্যক্তি। উদয়পুরের ব্রম্য বাড়ি এলাকায় মূল সড়কে পড়ে থাকা একটি টাকার ব্যাগটি পেয়ে তিনি স্থানীয় থানার পুলিশের হাতে তুলে দিয়েছেন। উপযুক্ত প্রমাণ দিয়ে থানা থেকে টাকার ব্যাগ নিয়ে যেতে সংশ্লিষ্ট ব্যক্তির প্রতি অনুরোধ জানিয়েছেন নারায়ন সাহা নামে ওই ব্যক্তি।

বর্তমান আত্মকেন্দ্রিক সমাজ ব্যবস্থাতেও উদয়পুর এর ফুলকুমারী এলাকার নারায়ন সাহা যে সততার নজির স্থাপন করেছেন তা বলাই বাহুল্য। তিনি জানিয়েছেন, উদয়পুরের ব্রহ্মাবাড়িস্থিত সিএনজি স্টেশনের সামনে জাতীয় সড়কের উপর পড়েছিল ব্যাগটি। ব্যাগটি কুঁড়িয়ে পাওয়ার পর তিনি তা পুলিশের হাতে তুলে দিয়েছেন। নারায়ন সাহার এধরণের সততায় খুশি স্থানীয় লোকজন। তবে এখনো পর্যন্ত টাকার ব্যাগটি থানা থেকে নিতে কেউ আসেনি বলে জানা গেছে।