দেশের প্রতি সেনাবাহিনীর নিঃস্বার্থ সেবা প্রতিটি ভারতীয়ের জন্য প্রেরণাস্রোত : অমিত শাহ

নয়াদিল্লি, ১৫ জানুয়ারি (হি.স.): সেনাবাহিনী দিবসে ভারতীয় সেনাবাহিনীর সাহসী সৈনিকদের বীরত্বকে কুর্নিশ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেনাবাহিনীর প্রতি কুর্নিশ জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শনিবার সকালে টুইটারে লিখেছেন, দেশের প্রতি সেনাবাহিনীর নিঃস্বার্থ সেবা, সমর্পণ ও অঙ্গীকার প্রতিটি ভারতীয়ের জন্য প্রেরণাস্রোত। বীর সেনা জওয়ান ও তাঁদের পরিবারে সদস্যকেও শুভেচ্ছা জানিয়েছেন অমিত শাহ।

১৫ জানুয়ারি সেনাবাহিনী দিবস হিসেবে পালিত হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এদিন টুইটে নিজের মনের ভাব ব্যক্ত করে লিখেছেন, ভারতীয় সেনাবাহিনীর বীর জওয়ান, প্রাক্তন সৈনিক ও তাঁদের পরিবারকে সেনা দিবসের শুভেচ্ছা। মাতৃভূমির রক্ষা সর্বদা তৎপর বীর সৈনিকদের অদম্য সাহস, শৌর্য ও সর্বোচ্চ বলিদানকে নমন করছি। দেশের প্রতি সেনাবাহিনীর নিঃস্বার্থ সেবা, সমর্পণ ও অঙ্গীকার প্রতিটি ভারতীয়ের জন্য প্রেরণাস্রোত।