নয়াদিল্লি, ১৫ জানুয়ারি (হি.স.) : বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদকজয়ী লক্ষ্যের বিজয়রথ অব্যাহত। ইন্ডিয়া ওপেনে স্বদেশীয় এইচএস প্রণয়কে মাত দিয়ে নাগাড়ে তৃতীয় টুর্নামেন্টের সেমিফাইনালে পৌঁছলেন ২০ বছর বয়সী ভারতীয় শাটলার। দিল্লির ইন্দিরা গান্ধী কমপ্লেক্সে, প্রথম গেমে পিছিয়ে পড়েও তিন গেমের লড়াইয়ে প্রণয়কে ১৪-২১, ২১-৯, ২১-১৪ স্কোরলাইনে পরাস্ত করলেন বর্তমান বিশ্বের ১৭ নম্বর ব্যাডমিন্টন তারকা।
ঘরোয়া টুর্নামেন্টে প্রণয় এবং লক্ষ্য এর আগেও দুইবার একে অপরের মুখোমুখি হয়েছেন। দুইজনেই একটি করে ম্যাচ জিতেছেন এবং দুই জনেই একে অপরের খেলার বিষয়ে বেশ ভালভাবই অবগত। তাই এই ম্যাচ বরাবরই রোমাঞ্চকর হওয়ার সম্ভাবনা ছিলই। হলও তাই, প্রণয় প্রথম গেমে একেবারে নিখুঁতভাবে নিজের পরিকল্পনা বাস্তবায়িত করে গেম জিতে নেন। তবে নাছোড় মনোভাবের লক্ষ্য, কোচের পরামর্শে নিজের খেলায় স্থিরতা এনে, পুনরায় ফোকাস ফেরাতেই বাজিমাত। লক্ষ্য নিজের পরের ম্যাচে মালেশিয়ার জে ইয়ংয়ের মুখোমুখি হবে

