ক্রাইম ব্রাঞ্চের নতুন ভবনের উদ্বোধন

আগরতলা, ১৫ জানুয়ারি : পুলিসের ক্রাইম ব্রাঞ্চের নতুন ভবনের উদ্বোধন হল শনিবার। রাজ্য পুলিশের মহানির্দেশক ভি এস যাদবের হাত ধরে উদ্বোধন হয়েছে ক্রাইম ব্রাঞ্চ ভবনের। পুরাতন মহাকরণ ভবনে ক্রাইম ব্রাঞ্চ নতুন ঠিকানা পেয়েছে। সমস্ত আধুনিক সুবিধাযুক্ত ওই ভবনে ক্রাইম ব্রাঞ্চের ৪টি শাখা কাজ করবে বলে জানান মহানির্দেশক ভিএস যাদব।


শাখাগুলি হল, সিরিয়াস ক্রাইম, ইকোনোমিক ক্রাইম, এন্টি নারকোটিক্স এবং সাইবার ক্রাইম। সারাদেশের সঙ্গে পাল্লা দিয়ে রাজ্য যেভাবে সাইবারক্রাইম বৃদ্ধি পাচ্ছে তাতে এ ধরনের একটি তদন্তকারী সংস্থার যথেষ্ট গুরুত্ব ও প্রয়োজনীয়তা রয়েছে। পুলিশের ক্রাইম ব্রাঞ্চ ভবনের উদ্বোধন হওয়ায় এখান থেকে অত্যাধুনিক পদ্ধতিতে তদন্তের কাজ দ্রুত সম্পন্ন করা সম্ভব হবে বলে আশা ব্যক্ত করেছেন রাজ্য পুলিশের মহানির্দেশক।