ট্রান্সফর্মারে আগুনে লেগে গকুলনগরে ত্রাস

বিশালগড়, ১৫ জানুয়ারি : শনিবার বিশালগড়ের গোকুলনগর টিএসআর ক্যাম্প সংলগ্ন এলাকায় আচমকা ট্রান্সফরমারে অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় জনমনে আতঙ্কের সৃষ্টি হয়। সঙ্গে সঙ্গে বিষয়টি দমকল বাহিনী এবং বিদ্যুৎ নিগমের কর্মীদের জানানো হয়েছে। বিদ্যুৎ নিগমের কর্মী এবং দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। ফলে বড় ধরনের অগ্নিকান্ডের হাত থেকে রক্ষা পেয়েছে বিস্তীর্ণ এলাকা।


স্থানীয় সূত্রে জানা গেছে, টিএসআরের প্রথম ব্যাটেলিয়ান ক্যাম্প সংলগ্ন ট্রান্সফরমারে শনিবার আচমকা আগুন লাগে। যদিও এই আগুনের তীব্রতা খুব একটা বেশি ছিল না। স্থানীয় বাসিন্দারা আগুন লাগার ঘটনার খবর স্থানীয় দমকলের কার্যালয়ে জানান। দমকল কর্মীরা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রায় সময়ই এই ট্রান্সফরমারে আগুন লাগার ঘটনা ঘটে। এই বিষয়ে বেশ কয়েকবার মধুপুর বিদ্যুৎ অফিসে জানানো হয়েছে। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। ট্রান্সফরমারটি দীর্ঘদিন ধরেই সমস্যা রয়েছে প্রায়ই শর্টসার্কিট হয়ে আগুন জ্বলে বলে জানিয়েছেন স্থানীয়রা। ট্রান্সফরমারটি ভালোভাবে মেরামত করা কিংবা  ট্রান্সফর্মার বদল করে দেওয়ার জন্য এলাকাবাসীর তরফ থেকে দাবি উঠেছে।