ত্রিপুরায় নমুনা পরীক্ষা কমতেই নামল করোনার দৈনিক সংক্রমণ, ২৪ ঘন্টায় আক্রান্ত ৫৪৬, মৃত ৩

আগরতলা, ১৫ জানুয়ারি (হি. স.) : ত্রিপুরায় করোনার নমুনা পরীক্ষা কমতেই নতুন করে সংক্রমণও কমল। এক লাফে দৈনিক সংক্রমণ পাঁচশর ঘরে পৌছে গেছে। ত্রিপুরায় গত ২৪ ঘন্টায় ৫৪৬ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। তেমনি একলাফে শতাধিক করোনা আক্রান্ত সুস্থও হয়েছেন। কিন্ত, করোনা আক্রান্তের মৃত্যু নতুন করে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। গত ২৪ ঘন্টায় ৩ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। তাতে, সংক্রমণের হারে নিম্নমুখী প্রবণতা তেমন বোঝা যাচ্ছে না।


স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিন অনুসারে, গত ২৪ ঘণ্টায় আরটি-পিসিআরে ৯৪৬ এবং রেপিড অ্যান্টিজেনের মাধ্যমে ৪৮০৬ জনকে নিয়ে মোট ৫৭৫২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাতে, আরটি-পিসিআরে ৫২ জন এবং রেপিড অ্যান্টিজেনে ৪৯৪ জনের দেহে করোনার সংক্রমণ মিলেছে। সব মিলে গত ২৪ ঘণ্টায় মোট ৫৪৬ জনের শরীরে নতুন করে করোনা সংক্রমণের খোঁজ পাওয়া গেছে। করোনা নমুনা পরীক্ষা কম হওয়ায় দৈনিক সংক্রমণের হার সামান্য সামান্য হয়েছে ৯.৪৯ শতাংশ। গতকাল ৯৫১৪ জনের নমুনা পরীক্ষায় ১০০৭ জনের দেহে নতুন করে করোনার সংক্রমণের খোজ মিলেছিল এবং দৈনিক সংক্রমণের হার ছিল ১০.৫৮ শতাংশ।


এদিকে, সুস্থতা কিছুটা স্বস্তি দিচ্ছে। গত ২৪ ঘণ্টায় ১৭২ জন করোনার সংক্রমণ থেকে মুক্তি পেয়েছেন। তাতে বর্তমানে করোনায় আক্রান্ত সক্রিয় রোগী রয়েছেন ৪১৩২ জন। প্রসঙ্গত, ত্রিপুরায় এখন পর্যন্ত ৮৯৭৬৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে ৮৪৭৩৫ জন সংক্রমণ থেকে মুক্তি পেয়ে সুস্থ হয়েছেন। রাজ্যে বর্তমানে করোনা-আক্রান্তের হার বেড়ে হয়েছে ৪.০০ শতাংশ। তেমনি, সুস্থতার হার কমে হয়েছে ৯৪.৪৬ শতাংশ। এদিকে ০.৯৩ শতাংশ হয়েছে মৃত্যুর হার। গত ২৪ ঘণ্টায় তিন জনের মৃত্যু হওয়ায় এখন পর্যন্ত ত্রিপুরায় ৮৩২ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।


স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিনে আরও জানা গিয়েছে, পশ্চিম জেলাই করোনা সংক্রমণে শীর্ষস্থান দখলে রেখেছে। শুধু তাই নয়, পশ্চিম ত্রিপুরা জেলায় পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক বলেই মনে করা হচ্ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে পশ্চিম জেলায় ৩৭৬ জন, উত্তর জেলায় ১৭ জন, সিপাহীজলা জেলায় ২৫ জন, দক্ষিণ জেলায় ৩৮ জন, ধলাই জেলায় ৩১ জন, ঊনকোটি জেলায় ৩৪ জন, খোয়াই জেলায় ৬ জন এবং গোমতি জেলায় ১৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন।