পৃথক স্থানে দুর্ঘটনায় আহত দুই, ক্ষতিগ্রস্ত দুইটি গাড়ি

করবুক, ১৪ জানুয়ারি : শুক্রবার সকালে তীর্থমুখ  মেলা থেকে ফেরার পথে বিপরীতমুখী অপর একটি গাড়ির সঙ্গে সংঘর্ষে দুটি গাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে প্রাণহানির কোন খবর নেই।


জানা গেছে, দুটি গাড়িই দ্রুতবেগে চলছিল। সে কারণেই সামনাসামনি এসে পৌঁছলে নিমন্ত্রণ রক্ষা করতে পারেনি। ফলে মুখোমুখি সংঘর্ষ বাঁধে। তাঁতে দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। পুলিশ এ ব্যাপারে মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে।


এদিকে, তেলিয়ামুড়া অম্পি চৌমুহনীতে একটি অটো রিস্কাকে পেছন দিক থেকে এসে অপর একটি লরি ধাক্কা দেয়। তাতে অটোর দুজন যাত্রী গুরুতর ভাবে আহত হয়। আহতদের উদ্ধার করে তেলিয়ামুড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।


পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে। লরি চালক এর অসাবধানতার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে।