পশ্চিম গোদাবরী, ১৪ জানুয়ারি (হি.স) : পশ্চিম গোদাবরী জেলায় একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই চারজন নিহত এবং আরও ১০ জন গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে, পশ্চিম গোদাবরী জেলার তাদেপল্লিগুডেমের কাছে। একটি মাছ বোঝাই একটি লরি উল্টে গেলে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই চারজন নিহত এবং আরও ১০ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের স্থানীয়রা তাদেপল্লীগুডেম এরিয়া হাসপাতালে নিয়ে যান। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাদেপল্লিগুডেমে যখন লরিটি ভাইজাগ থেকে মাছ বোঝাই করে নারায়ণপুরমে আসছিল। নিহতরা বিহারের বাসিন্দা বলে জানা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কীভাবে ঘটনাটি ঘটল তা খতিয়ে দেখে। পুলিশের ধারণা, চালক মদ্যপানে ছিলেন। তবে স্থানীয়দের সহায়তায় পুলিশ ত্রাণ তৎপরতা চালিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।
2022-01-14

