মকর সংক্রান্তির শুভেচ্ছা অমিত শাহর

কলকাতা, ১৪ জানুয়ারি (হি. স.) : মকর সংক্রান্তির শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।টুইটারে শুক্রবার তিনি লিখেছেন, “সবাইকে মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। আনন্দ ও উচ্ছ্বাসের এই মহান উৎসব সবার জীবনে বয়ে আনুক সুখ, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য।”

প্রসঙ্গত, শুক্রবার মকর সংক্রান্তি। সূর্যের দক্ষিণায়ন শেষ। এবার উত্তরায়ন শুরু। অর্থাৎ শীতের শেষের সূচনা। এবার বেলা বাড়বে। বাড়বে উষ্ণতাও। এই দিনটি সারা দেশ জুড়ে পালন করা হয় মকর সংক্রান্তি হিসাবে। যদিও দেশের এক এক প্রান্তে এই দিনটিতে এক এক ধরনের অনুষ্ঠান পালন করা হয়। তবু বিষয়টি একই— এটি শস্য গোলায় তোলার উৎসবের দিন। দেশের নানা প্রান্তে এই দিনটিতে নানা ধরনের আচার অনুষ্ঠান পালন করা হয়। এই দিনে অনেকে প্রিয়জনদের শুভেচ্ছাবার্তা পাঠান।