আগরতলা, ১৪ জানুয়ারি : খোয়াইয়ের বারবিল এলাকার সাহাপাড়ায় গণপ্রহারে নিহত হয়েছে সন্দেহভাজন এক চোর। নিহতের নাম জানা যায়নি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ঘটনার বিবরণে জানা যায়, গতকাল মধ্যরাত নাগাদ বারবিল সাহা পাড়া এলাকায় সন্দেহজনকভাবে এক ব্যক্তি ঘোরাফেরা করছিল। তখনই বিষয়টি এলাকার লোকজনের নজরে আসে। তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেন এলাকার লোকজন। তার কাছ থেকে কোনো সদুত্তর পাচ্ছিলেন না এলাকাবাসী। তখনই চোর সন্দেহে তাকে গণ প্রহার করা হয়। গণপ্রহারে ওই ব্যক্তি গুরুতরভাবে আহত হয়।
ঘটনার খবর পেয়ে খোয়াই থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তিকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে যায়। জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পুলিশ এ ব্যাপারে মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এখন পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। চোর সন্দেহে অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে গণপ্রহারে হত্যার ঘটনাকে কেন্দ্র করে শুভবুদ্ধি সম্পন্ন জনগণের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
উল্লেখ্য, এর আগেও থানা এলাকায় গরু চুরির ঘটনার জেরে গণপ্রহারে ৪ জনকে পিটিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। এখনো এই মামলার কিনারা হয়নি। এরই মধ্যে ফের চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনা রীতিমতো উদ্বেগজনক। এ ধরনের ঘটনা বন্ধ করার দাবি উঠেছে। এ ধরনের ঘটনা মানবাধিকার লঙ্ঘনের শামিল।

