আগরতলা, ১৩ জানুয়ারি : রাজ্য সরকার কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে কাজ করে চলেছে। বৃহস্পতিবার ডুকলীত পঞ্চায়েত সমিতি আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই কথা বলেন কৃষি কল্যাণ মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়। এদিন পঞ্চায়েত সমিতির অফিসে প্রাঙ্গণে কৃষকদের মধ্যে কৃষি বীজ ও চারা গাছ বিতরণ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে অতিবর্ষণ ও বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে বিভিন্ন চারা গাছ বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি কল্যাণ মন্ত্রী। এছাড়াও উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান, জেলা সভাধিপতি, দপ্তরের কর্মকর্তা সহ অন্যান্যরা। অনুষ্ঠানে সুবিধাভোগীদের হাতে বিভিন্ন চারা গাছে তুলে দেওয়ার পাশাপাশি কৃষি কল্যাণ মন্ত্রী বলেন বর্তমান সরকার কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়ে কাজ করে চলেছে। সরকারি সুযোগ-সুবিধা যাতে প্রকৃত কৃষকদের মধ্যে পৌঁছে দেওয়া যায় সেই লক্ষ্যকে সামনে রেখে কাজ করার জন্য তিনি পঞ্চায়েত সমিতি গুলিকে পরামর্শ দিয়েছেন।
কৃষি কল্যাণ মন্ত্রী আরো বলেন, প্রকৃত কৃষকরা যাতে কোনোভাবেই বঞ্চিত না হয় সেদিকে লক্ষ রাখতে হবে। তিনি অভিযোগের সুরে বলেন, বিগত দিনে বিশেষ করে বাম আমলে কৃষকরা নানাভাবে বঞ্চিত হয়েছেন। দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করতে হলে কোন রাজনৈতিক রঙ বিচার করা যাবে না। প্রত্যেক কৃষককে সরকারি সুযোগ সুবিধা পৌঁছে দিতে হবে। কৃষি কল্যাণ মন্ত্রী বলেন, কৃষকদেরকেও আন্তরিকভাবে কাজ করতে হবে। আন্তরিকভাবে কাজ করলেই কৃষকরা আর্থিক দিক দিয়ে স্বাবলম্বী হতে পারবে। সরকার সাধ্যমত কৃষকদের সাহায্য করতে সব সময় এগিয়ে আসবে বলেও তিনি আশ্বস্ত করেছেন।
কৃষিমন্ত্রী আশা ব্যক্ত করেন, কৃষকরা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধ হলে রাজ্যের অর্থনৈতিক অবস্থা সমৃদ্ধ হবে দেশ সমৃদ্ধ হবে। কৃষকরা দেশের অর্থনীতিকে অনেক সামনের সারিতে এগিয়ে নিয়ে যেতে পারেন বলেও তিনি উল্লেখ করেন। কৃষিমন্ত্রী এদিন পঞ্চায়েত সমিতির উদ্যোগে পতিত জমি কৃষি জমি হিসেবে প্রস্তুত করার প্রয়াসের ভূয়শী প্রশংসা করেন। তিনি সংশ্লিষ্ট জমি পরিদর্শন করেন। ওই জমিতে চাষাবাদ করার জন্য হর্টিকালচার দপ্তরকে প্রয়োজনীয় সহযোগিতাসহ প্রসারিত করতে কৃষি কল্যাণ মন্ত্রী আহ্বান জানিয়েছেন। প্রত্যেকটি পঞ্চায়েত সমিতিকে এই ধরনের কাজে এগিয়ে আসার জন্য তিনি আহ্বান জানিয়েছেন।

