নয়াদিল্লি, ১৩ জানুয়ারি (হি.স.): রাজধানী দিল্লিতে ২৮ হাজারের গন্ডি ছাড়িয়ে গেল করোনা-আক্রান্তের সংখ্যা। বিগত ২৪ ঘন্টায় দিল্লিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৮,৮৬৭ জন। এই সময়ে মৃত্যু হয়েছে ৩১ জনের, সুস্থতার সংখ্যাও অনেকটাই বেড়েছে। দিল্লিতে বিগত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২২ হাজার ১২১ জন। রাজধানীতে এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা ৯৪ হাজার ১৬০ জন।
বৃহস্পতিবার দিল্লি সরকার বুলেটিনে জানিয়েছে, দিল্লিতে পজিটিভিটি রেট ২৯.২১ শতাংশ। দিল্লিতে নতুন করে ২৮ হাজার ৮৬৭ জন সংক্রমিত হওয়ার পর মোট সংক্ৰমিতের সংখ্যা বেড়ে হল ১৬,৪৬,৫৮৩ জন। মোট মৃত্যুর সংখ্যা ২৫,২৭১ জন। দিল্লিতে মৃত্যুর হার ১.৫৩ শতাংশ। দিল্লিতে এই মুহূর্তে সংক্রমণের হার ৪.৮৬ শতাংশ।

