আগরতলা, ১৩ জানুয়ারি : অরুন্ধতী নগর পুলিশ লাইনে বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে চালু হলো পুলিশ ক্যান্টিন। পুলিশ সপ্তাহে রাজ্য পুলিশের মহানির্দেশক ভিএস যাদব এই কেন্দ্রীয় পুলিশ ক্যান্টিনের আনুষ্ঠানিক সূচনা করেন।
পুলিশ ক্যান্টিনের আনুষ্ঠানিক সূচনা করে রাজ্য পুলিশের মহানির্দেশক ভিএস যাদব বলেন, এখন থেকে পুলিশ কর্মী ও তাদের পরিবারের সদস্যরা এই ক্যান্টিন থেকে অপেক্ষাকৃত কম মূল্যে বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করতে পারবেন। তাতে প্রত্যেকেই উপকৃত হবেন বলেও তিনি আশা ব্যক্ত করেন।
উল্লেখ্য, একটি পুলিশ ক্যান্টিন চালু করার জন্য পুলিশ ও তাদের পরিবারের তরফ থেকে দীর্ঘদিন ধরে দাবি জানানো হচ্ছিল। শেষ পর্যন্ত পুলিশ সপ্তাহে কেন্দ্রীয়ভাবে অরুন্ধতী নগরে পুলিশ ক্যান্টিন চালু করা হয়। তাতে পুলিশ ও তাদের পরিবারের লোকজন সন্তোষ ব্যক্ত করেছেন। তবে প্রত্যেককে এই সামাজিক দূরত্ব এবং অন্যান্য করোণা বিধি মেনে পুলিশ ক্যান্টিন থেকে বিভিন্ন সামগ্রী সংগ্রহ করতে আহ্বান জানিয়েছেন রাজ্য পুলিশের মহানির্দেশক।

