গুয়াহাটি, ১৩ জানুয়ারি (হি.স.) : অসমের রাজ্যপাল অধ্যাপক জগদীশ মুখি করোনায় সংক্রমিত হয়েছেন৷ তাঁকে গুয়াহাটিতে অ্যাপলো হাসপাতালে ভরতি করা হয়েছে৷ গত সপ্তাহখানের মধ্যে রাজ্যে যে কয়জন হাইপ্রফাইল ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, রাজ্যপাল অধ্যাপক মুখি তাঁদের মধ্যে অন্যতম।
সাম্প্ৰতিককালে গোটা দেশে ব্যাপক হারে করোনা সংক্ৰমণের ঘটনা ধরা পড়ছে। প্ৰতিদিনই সাধারণ জনতার পাশাপাশি বহু রাজনেতাও সংক্ৰমিত হয়েছেন। এরই মধ্যে অসমের রাজ্যপাল অধ্যাপক জগদীশ মুখি করোনা পজিটিভ বলে শনাক্ত হওয়ায় উদ্বেগ আরও বাড়িয়েছে। হাসপাতালে ভরতি হলেও রাজ্যপালের শারীরক অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়েছে।
রাজভবনের জনৈক সিনিয়র অফিসার এই খবর দিয়ে জানান, প্ৰাথমিক কিছু উপসর্গ টের পেয়ে রাজ্যপাল জগদীশ মুখি এবং তাঁর সহধর্মিণী করোনাপ নমুনা পরীক্ষা করিয়েছিলেন। গতকাল বুধবার পরীক্ষার রিপোর্টে তাঁর পজিটিভ ধরা পড়ে। তবে তাঁর স্ত্রী করোনায় আক্ৰান্ত হননি এবং সম্পূৰ্ণ সুস্থ। অফিসার জানান, করোনা সংক্ৰমিত বলে নিশ্চিত হওয়ার পর গতকাল সন্ধ্যারাতে তাঁকে অ্যাপলো হাসপাতালে নিয়ে ভরতি করা হয়েছেল।
এদিকে রাজ্যের মুখ্যমন্ত্ৰী হিমন্তবিশ্ব শৰ্মা এই খবর পেয়ে রাজ্যপালের আশু আরোগ্য কামনা করেছেন। তাছাড়া তিনি তাঁর ট্যুইটার হ্যান্ডলের মাধ্যমে জানান, কিছুক্ষণ পর পর তিনি রাজ্যপাল অধ্যাপক মুখির স্বাস্থ্যের খবরাখবর নিয়ে সংশ্লিষ্ট অফিসারদের সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন। সঙ্গে তিনি এ-ও জানান, রাজ্যপাল যাতে সৰ্বশ্ৰেষ্ঠ চিকিৎসা পান সে ব্যাপারে নিশ্চিত করা হয়েছে।

