আমেরিকায় সংক্রমণে রেকর্ড, হাসপাতালে উপচে পড়া ভিড় করোনা-রোগীদের

ওয়াশিংটন, ১২ জানুয়ারি (হি.স.): বিশ্বের অন্যান্য দেশের তুলনায় কোভিড-সংক্রমণে রোজই রেকর্ড গড়ছে আমেরিকা। স্বাভাবিকভাবেই আমেরিকার হাসপাতালগুলিতে উপচে পড়ছে করোনা-রোগীদের ভিড়। পরিস্থিতি সামলাতে হিমশিম খাচ্ছেন স্বাস্থ্য কর্তারা। বিগত ২৪ ঘন্টায় আমেরিকায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬ লক্ষ ৭২ হাজার ৮৭২ জন, নতুন করে ৬.৭৩-লক্ষাধিক মানুষ সংক্রমিত হওয়ার পর আমেরিকায় এযাবৎ ৬৩,৩৯০,৮৭৬ জন কোভিডে আক্রান্ত হয়েছেন।

শেষ ২৪ ঘন্টায় আমেরিকায় মৃত্যু হয়েছে ২,১৭৩ জনের, এই সংখ্যা আগের দিনের তুলনায় দ্বিগুণ। নতুন করে ২,১৭৩ জনের মৃত্যুর পর আমেরিকায় মোট মৃত্যু হয়েছে ৮ লক্ষ ৬৩ হাজার ৮৯৬ জনের। আমেরিকায় এখনও পর্যন্ত করোনা-মুক্ত হয়েছেন ৪২,৬৪১,৮৫২ জন। আমেরিকায় এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে ১৯,৮৮৫,১২৮-এ পৌঁছেছে।