করোনা-মুক্ত সৌরভ গঙ্গোপাধ্যায়, শুরু করলেন ‘দাদাগিরি’র শ্যুটিং

কলকাতা, ১২ জানুয়ারি (হি.স.): করোনা-মুক্ত হয়ে ফের কাজে ফিরলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ‘দাদাগিরি’-র শ্যুটিং শুরু করলেন তিনি। সৌরভ কোভিডে আক্রান্ত হওয়ার পরে বেশ কয়েক দিন বন্ধ ছিল ‘দাদাগিরি’-র শ্যুটিং। বুধবার থেকে সেই কাজ আবার শুরু করলেন তিনি। গত মাসের শেষ দিকে করোনা আক্রান্ত হন সৌরভ। প্রথমে তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়।

করোনা আক্রান্ত হলেও শারীরিক অবস্থা প্রথম থেকেই স্থিতিশীল ছিল তাঁর। ওমিক্রনে আক্রান্ত হননি সৌরভ। বছরের শেষ দিন হাসপাতাল থেকে বাড়ি ফেরেন সৌরভ। বাড়িতেই চিকিৎসা চলছিল এত দিন, ছিলেন নিভৃতবাসে। এ বার করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন তিনি। সুস্থ হয়ে ওঠার পর ফের ‘দাদাগিরি’-র ফ্লোরে পৌঁছে গিয়েছেন দাদা।