নয়াদিল্লি, ১২ জানুয়ারি (হি.স.): বিধানসভা নির্বাচনের প্রাক্কালে উত্তর প্রদেশ থেকে একঝাঁক নেতা যোগ দিলেন গেরুয়া শিবিরে। বড়সড় ধাক্কা থেকে কংগ্রেস ও সমাজবাদী পার্টি। বুধবার দিল্লিতে বিজেপির সদর দফতরে গিয়ে বিজেপিতে শামিল হয়েছেন উত্তর প্রদেশের সাহারানপুরের বেহাতের কংগ্রেস বিধায়ক নরেশ সাইনি। এছাড়াও আরও কয়েকজন বিজেপিতে যোগ দিয়েছেন।
বাকিরা হলেন ফিরোজাবাদের সিরসাগঞ্জের সমাজবাদী পার্টির বিধায়ক হরি ওম যাদব ও সমাজবাদী পার্টির প্রাক্তন বিধায়ক ধর্মপাল যাদব। উত্তর প্রদেশের উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য, উত্তর প্রদেশ বিজেপির রাজ্য সভাপতি স্বতন্ত্ৰদেব সিং প্রমুখ উপস্থিত ছিলেন যোগদানের সময়।

