চণ্ডীগড়, ৯ জানুয়ারি (হি.স) : পঞ্জাবে বিধানসভা নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে পরিচালনার জন্য কেন্দ্রীয় সশস্ত্র নিরাপত্তা স্কোয়াডের ৭৫ কোম্পানি মোতায়েন করার অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে ৫০ কোম্পানি সোমবার পঞ্জাবে দায়িত্ব নেবে।
পঞ্জাবের মুখ্য নির্বাচনী আধিকারিক ড. এস. করুণা রাজু জানিয়েছেন,পঞ্জাবের এক দফা বিধানসভা নির্বাচনের জন্য ১৪ ফেব্রুয়ারি ১১৭টি আসনে ভোট গ্রহণ হবে। ভারতের নির্বাচন কমিশনের সাধারণ নির্বাচনের ঘোষণার সঙ্গে সঙ্গে রাজ্যে আদর্শ আচরণবিধি কার্যকর হয়েছে।
ডাঃ এস করুণা রাজু জানান, রাজ্যে মোট ভোটার রয়েছে দুই কোটি ১২ লাখ, ৭৫ হাজার ৬৬ জন। এই ভোটাররা রাজ্যের ১৪ হাজার ৭৫১ জায়গায় ২৪ হাজার ৬৮৯টি ভোট কেন্দ্রে ভোট দিতে পারবেন। পঞ্জাব রাজ্যে নির্বাচনী প্রক্রিয়া চলাকালীন কোভিড নিয়মের সম্মতি কার্যকর করা হবে এবং কোনো ধরনের শিথিলতা মানা হবে না। তিনি বলেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কমিশন রাত ৮টা থেকে সকাল ৮টা পর্যন্ত যেকোনো ধরনের নির্বাচনী প্রচার নিষিদ্ধ করা হয়েছে। তিনি আরও জানিয়েছেন, রাজ্যের সমস্ত ১১৭টি বিধানসভা আসনে ইভিএম এবং ভিভিপিএটি-র সাহায্যে ভোট হবে। এছাড়াও স্বচ্ছভাবে নির্বাচন অনুষ্ঠানের জন্য চালু করা হয়েছে সুবিধা অ্যাপ, সিউইজেল, পিডব্লিউডি অ্যাপ এবং ভোটার হেল্পলাইন অ্যাপ।

