নয়াদিল্লি, ৯ জানুয়ারি (হি.স) : পুলিশের জালে ধরা পড়ল বিতর্কিত ‘সুল্লি ডিলস’-এর পাণ্ডা। অবশেষে সেই মাস্টারমাইন্ড ওমকারেশ্বর ঠাকুর ইন্দোর থেকে ধরা পড়ল। মধ্যপ্রদেশের যুবকের মস্তিকপ্রসূত এই অ্যাপের মাধ্যমে মুসলিম মহিলাদের সম্মানহানি করা হত। অনুমতি ছাড়াই বিভিন্ন মুসলিম মহিলাদের ছবি এই অ্যাপে দিয়ে তাদের নিলাম করার অভিযোগ উঠেছিল।
গত বছর জুলাই মাসে এই অ্যাপটি সামনে আসে। ৮০ জন মুসলিম মহিলার ছবি দিয়ে নিলাম করা হয় এই অ্যাপে। এই অ্যাপের মাষ্টারমাইন্ডকে দিল্লি পুলিশ এতদিন খুঁজছিল। এই সুল্লি ডিলসের দেখাদেখি চলতি বছরের প্রথমেই সামনে আসে বুল্লি বাই। এই একই জাতীয় অ্যাপ ফের তোলপাড় করে দেয় ভারতে। তবে এই অ্যাপের পেছনে লুকিয়ে থাকা ব্যক্তিদের সন্ধানে তদন্ত শুরু করে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, মধ্যপ্রদেশের ওম ঠাকুর ইন্দোরের আইপিএস একাডেমির থেকে বিসিএ পাশ করেছে। ২৬ বছরের ওম ঠাকুর গিটহ্যাবের মাধ্যমে এই অ্যাপ তৈরি করে এবং টুইটারে শেয়ার করে। পুলিশ আরও জানায়, ওম ঠাকুর টুইটারের একটি মুসলিম মহিলা বিরোধী গ্ৰুপের সঙ্গে যুক্ত ছিল। এই অ্যাপ সবার সামনে আসার পরই নিজেকে আড়াল করে ফেলে ওম ঠাকুর। যদিও শেষরক্ষা হল না।

