কলকাতা পুলিশে ক্রমেই বাড়ছে আক্রান্তের সংখ্যা

কলকাতা, ৮ জানুয়ারি (হি. স.) : কলকাতা পুলিশে ক্রমেই বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। শনিবার দুপুরে শেষ পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তের সংখ্যা ৬০। ৭ জন সুস্থ হয়ে উঠেছেন। কলকাতা পুলিশে এই মুহূর্তে আক্রান্তের সংখ্যা ২৬৮ জন। কোভিডের তৃতীয় ঢেউয়ে এখনও পর্যন্ত ২৯৫ জন পুলিশ কর্মী সংক্রমিত হয়েছেন। সুস্থ হয়ে উঠেছেন ২৭ জন।

পরিসংখ্যানটা দেখলেই বোঝা যায়, ঠিক কতটা গতিতে বাড়ছে সংক্রমণ। গত সোমবারের পরিসংখ্যান অনুযায়ী, কলকাতা পুলিশে কোভিড আক্রান্ত হয়েছিলেন ২২ জন পুলিশকর্মী। ডিসি ট্রাফিক সাউথের রিপোর্ট পজিটিভ আসে সোমবার। মোট আক্রান্ত ৮৩ জন। কোভিড আক্রান্ত হয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার দেবাশিস বড়াল। সূত্রের খবর, তিনি এখন রয়েছেন নিভৃতবাসে।