কলকাতা, ৬ জানুয়ারি (হি. স.): গত কয়েকদিন ধরেই করোনা আক্রান্তের সংখ্যা অতিরিক্ত বেড়ে গিয়েছে । যার জেরে সংক্রমন ঠেকাতে রাজ্য জুড়ে শুরু হয়েছে বিধি নিষেধ। লোকাল ট্রেন থেকে মেট্রো চলছে ৫০ শতাংশ । এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে সচেতন করতে দমদম মেট্রো স্টেশনে পুলিশের তরফে সচেতনতার বার্তা।
গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১৪ হাজার । প্রতিদিন আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় তৎপর প্রশাসন । প্রতিদিনই মেট্রোয় যাতায়াত করেন বহু মানুষ । দমদম স্টেশনে লক্ষ্যও করা যায় বেশ ভিড় । আর তাই সাধারণ মানুষকে সচেতন করতে এদিন মেট্রো স্টেশনে করা হয় প্রচার । সকল যাত্রীদের উদ্দেশ্যে মাস্ক পরার জন্য জানানো হয় আবেদন ।

