ওয়াশিংটন, ৪ জানুয়ারি (হি.স.): আমেরিকায় কোভিড-পরিস্থিতি আরও মারাত্মক হয়ে উঠেছে, আগের দিনই আমেরিকায় ৩.৮৯-লক্ষের গণ্ডি ছাড়িয়ে গিয়েছিল করোনা-সংক্ৰমণ, বিগত ২৪ ঘন্টায় সংক্ৰমণ আরও বেড়ে ৪.২৬-লক্ষের গণ্ডি ছাড়িয়েছে। লাগামহীন মৃত্যুও চিন্তা বাড়াচ্ছে মার্কিন মুলুকে। বিগত ২৪ ঘন্টায় আমেরিকায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪ লক্ষ ২৬ হাজার ০৫১ জন, যা আগের দিনের তুলনায় অনেকটাই বেশি। নতুন করে ৪,২৬,০৫১ জন সংক্রমিত হওয়ার পর আমেরিকায় এযাবৎ ৫৭,১৩১,১৮৭ জন কোভিডে আক্রান্ত হয়েছেন।
পাশাপাশি বিগত ২৪ ঘন্টায় আমেরিকায় মৃত্যু হয়েছে ৭৬৭ জনের। নতুন করে ৭৬৭ জনের মৃত্যুর পর আমেরিকায় মোট মৃত্যু হয়েছে ৮ লক্ষ ৪৮ হাজার ৮৮৫ জনের। আমেরিকায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা যেমন বেশি, কোভিড থেকে সেরেও উঠছেন বহু মানুষ। মার্কিন মুলুকে এখনও পর্যন্ত করোনা-মুক্ত হয়েছেন ৪১,৭৭২,৪৬৮ জন। আমেরিকায় এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে ১৪,৫৫৯,৮৩৪-এ পৌঁছেছে। আমেরিকায় এই মুহূর্তে ডেল্টা ও ওমিক্রন, দুই স্ট্রেনেই সংক্রমণ বাড়ছে।

