কোভিডে আক্রান্ত অভিনেতা জন আব্রাহাম, সংক্রমিত তাঁর স্ত্রী প্রিয়াও

মুম্বই, ৩ জানুয়ারি (হি.স.): করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলিউড অভিনেতা জন আব্রাহাম। কোভিডে সংক্রমিত হয়েছেন তাঁর স্ত্রী প্রিয়া রুঞ্চালও। অভিনেতা জন আব্রাহাম জানিয়েছেন, তাঁরা দু’জনেই টিকা নিয়েছেন এবং মৃদু উপসর্গ রয়েছে তাঁদের শরীরে। সোমবার জন আব্রাহাম নিজেই ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে জানিয়েছেন, তিনি ও তাঁর স্ত্রী কোভিডে আক্রান্ত হয়েছেন। করোনা-আক্রান্ত কোনও একজনের সান্নিধ্যে আসার কারণেই তাঁরা আক্রান্ত হয়েছেন, দম্পতি সেই থেকে কোয়ারেন্টাইনে রয়েছেন।

জন আব্রাহাম ইনস্টাগ্রামে লিখেছেন, “৩ দিন আগে একজনের সান্নিধ্যে এসেছিলাম, পরে জানতে পারি সে করোনায় আক্রান্ত। প্রিয়া ও আমি করোনায় আক্রান্ত হয়েছি। আমরা কোয়ারেন্টাইনে রয়েছে, আমাদের সান্নিধ্যে কেউ আসেননি। আমরা দু’জনেই টিকা নিয়েছে এবং মৃদু উপসর্গ রয়েছে।” অনুরাগীদের প্রতি জনের অনুরোধ, ভালো থাকুন ও সুস্থ থাকুন।