বিধানসভা নির্বাচন : মণিপুরে পৌঁছলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা

ইমফল, ৩০ ডিসেম্বর (হি.স.) : নির্ধারিত সূচি অনুযায়ী ইমফলে এসে পৌঁছলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। আজ বৃহস্পতিবার ইমফল বিমানবন্দরে জেপি নাড্ডাকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী নংথমবাম বীরেন সিংহ, প্রদেশ সভানেত্রী শারদা অধিকারিমায়ুম দেবী, সাধারণ সম্পাদক (প্রশাসন) হনরেইখুই কাশুং সহ দলের কয়েকজন মন্ত্রী ও বিধায়ক।

বিমানবন্দর থেকে দলের সর্বভারতীয় সভাপতি সোজা চলে গেছেন কাকচিং শহরে। সেখানে যুব সমাবেশে ভাষণ দিয়েছেন নাড্ডা। কাকচিং থেকে রাজধানী ইমফলে ফিরে এসে দলীয় সভায় মিলিত হবেন তিনি।

প্রসঙ্গত, আসন্ন জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে প্রধানমন্ত্রী মণিপুর সফরে আসছেন। প্রধানমন্ত্রীর আগমনের আগে আজ রাজ্যে ফের এসেছেন সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। এর আগে গত ২৪ তারিখ জেপি নাড্ডা ইমফলে এসে দলীয় এক বৈঠকে বসেছিলেন। এছাড়া ওইদিন তিনি নির্বাচনী সমাবেশে ভাষণও দিয়েছিলেন।উল্লেখ্য, আগামী বছর ২০২২ সালের মার্চে খুব সম্ভব ৬০ সদস্যের মণিপুর বিধানসভা নির্বাচন। ২৯১৭ সালে বিধানসভা নির্বাচনের পর মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহের নেতৃত্বে জোট সরকার গঠন করেছিল বিজেপি। জোট শরিকরা যথাক্রমে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), নাগা পিপলস ফ্রন্ট এবং লোক জনশক্তি পার্টি (এলজেপি)। সম্প্রতি কয়েকজন কংগ্রেস নেতার দলত্যাগ এবং বিধায়ক পদে ইস্তফা দেওয়ার পর বিধানসভায় সংখ্যা কমে হয়েছে ৫২। এর মধ্যে বিজেপির ২৭ এবং কংগ্রেসের ১৭, এনপিপি-র চার, এনপিএফ-এর চার, একজন এলজেপি-র বিধায়ক রয়েছেন।

এখানে উল্লেখ করা যেতে পারে, গতকাল নয়াদিল্লিতে মণিপুরের যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী তথা ন্যাশনাল পিপলস পার্টি-র নেতা লেটপাও হাওকিপ ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *