মুম্বই, ৩০ ডিসেম্বর (হি.স) : অর্জুন কাপুরের পর এবার কোভিড আক্রান্ত অভিনেত্রী নোরা ফতেহি। বুধবারই জানা গিয়েছিল দ্বিতীয়বারের জন্য করোনা আক্রান্ত হয়েছেন অভিনেতা অর্জুন কাপুর। বাদ যাননি তাঁর দুই বোন অনশূলা কাপুর এবং রিয়া কাপুরও। বৃহস্পতিবার জানা গিয়েছে, এবার কোভিড ১৯ আক্রান্ত অভিনেত্রী নোরা ফতেহি। তাঁর হয়ে স্টেটমেন্ট রিলিজ করেছেন তাঁর পাবলিসিস্ট। জানানো হয়েছে ২৮ ডিসেম্বর কোভিড টেস্ট হয় তাঁর। রিপোর্ট পজিটিভ আসার পরই নায়িকা নিজেকে আলাদা করে নিয়েছেন। রয়েছেন আইসোলেশনে।
নোরা ফতেহির ইনস্টাগ্রাম স্টোরিজে পোস্ট করে হয়েছে এই বিবৃতি। লেখা হয়েছে, ‘নোরা ফতেহির হয়ে আমরা জানাচ্ছি যে ২৮ ডিসেম্বর কোভিড টেস্টে নোরার রেজাল্ট পজিটিভ এসেছে। কোভিড বিধি নিষেধ মেনে নোরা কোয়ারানটিনে রয়েছেন। নিয়মিত চিকিত্সকের পরামর্শ নিচ্ছেন। বিএমসি-র সঙ্গেও সহযোগিতা করা হচ্ছে যথাসাধ্য।