Died : পানিসাগরে মিক্সার মেশিনে ঢুকে মর্মান্তিক মৃত্যু ইটভাট্টা শ্রমিকের

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ২৯ ডিসেম্বর৷৷ মাটি মিক্সার মেশিন পরিষ্কার করতে গিয়ে মৃত্যু এক ইট ভাট্টা শ্রমিকের৷ মেশিন পরিষ্কার করতে গিয়ে ব্লেডে লেগে মেশিনে ঢুকে ঘটনা স্থলেই মৃত্যু সীতেশ বীর নামের এক শ্রমিকের৷ঘটনা পানিসাগর থানাধীন দুবঙ্গা দূর্গা ব্রিক্স ইন্ড্রাস্ট্রিতে৷ ঘটনাস্থলে পানিসাগর থানার পুলিশ উপস্থিত হয়ে ক্ষতবিক্ষত মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পানিসাগর হাসপাতালে মর্গে নিয়ে যায়৷ বৃহস্পতিবার ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে৷সাথে একটি মামলা হাতে নিয়ে তদন্ত করে দিয়েছে পুলিশ৷


ঘটনার বিবরণে প্রকাশ, বুধবার বিকেল আনুমানিক দুটো নাগাদ উত্তর জেলার পানিসাগর থানাধীন ইন্দুরাইল এডিসি ভিলেজের দুবঙ্গা এলাকার দুর্গা ব্রিকস ইন্ডাস্ট্রির মাটি মিক্সার মেশিনে ঢুকে এক ইটভাট্টা শ্রমিকের মৃত্যু হয়৷ জানা গেছে মৃত শ্রমিক উক্ত এলাকার সীতেশ বীর৷ সে দীর্ঘদিন যাবৎ উক্ত ইটভাট্টায় কাজ করতো৷ বুধবার ছিল দুর্গা ইট ভাট্টা সাপ্তাহিক বন্ধ বার৷ এদিন সকাল থেকে ইটভাট্টার মালিক মিহির লাল নাথের নির্দেশে বৈদ্যুতিক মাটি মিক্সার মেশিন পরিষ্কারে হাত লাগায় শীতেশ বীর সহ আরও দুই যুবক৷ মেশিনটি চালু অবস্থায় পরিষ্কার করতে গিয়ে অসাবধানতাবশত সীতেশ বীর মেশিনের ব্লেডে লেগে ভেতরে ঢুকে পড়ে৷ মুহুর্তের মধ্যে তার শরীরের সকল অঙ্গ গুড়িয়ে ক্ষতবিক্ষত হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়৷ ঘটনার খবর পেয়ে অকুস্থলে ছুটে আসে পানিসাগর থানার পুলিশ৷ পুলিশ সরেজমিন তদন্ত করে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পানিসাগর হাসপাতালে নিয়ে যায়৷সাথে একটি মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করে দিয়েছে পানিসাগর থানার পুলিশ৷


পুলিশ সূত্রে জানা গেছে বৃহস্পতিবার ময়নাতদন্তের পর মৃত দেহটি তার পরিবারের হাতে তুলে দেওয়া হবে৷ এদিকে গোটা বিষয় নিয়ে স্থানীয় জনগন ও ইটভাট্টার শ্রমিকরা একগুচ্ছ অভিযোগ ছুড়ে দেন উক্ত ইটভাট্টার কর্তৃপক্ষের বিরুদ্ধে৷ তাদের অভিযোগ,বৈদ্যুতিক মাটি মিক্সার মেশিনটি চালানোর জন্য দক্ষ চালক ছাড়াই সেটি ব্যবহার করছে ইটভাট্টা কর্তৃপক্ষ৷ তাছাড়া অদক্ষ শ্রমিকদের কোন লাইফ সিকিউরিটি সরঞ্জাম ছাড়াই এই মেশিনে কাজ করতে দেওয়া হয়৷ সাথে রয়েছে উক্ত ইট ভাট্টায় শিশুশ্রমেরও অভিযোগ৷ তাই সানীয়রা দাবি তুলছেন সুষ্ঠ তদন্তের৷সাথে মৃত ইটভাট্টার শ্রমিক শীতেশের মৃত্যুতে ইটভাট্টা কর্তৃপক্ষ সম্পূর্ণরূপে দায়ী বলেও মৃতের পরিবারের অভিযোগ৷তাই দাবি উঠছে ইটভাট্টা কতৃপক্ষ মৃত শ্রমিকের পরিবার প্রতি পালনের সুনির্দিষ্ট বন্দোবস্ত করুক৷ এখন দেখার বিষয় ইটভাট্টা কর্তৃপক্ষ মৃত শ্রমিক শীতেশের পরিবারের প্রতি কতটুকু সহানুভূতি দেখায়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *