বিপদমুক্ত ‘বচপন কা পেয়ার’ গানের খুদে, আপাতত ভর্তি হাসপাতালেই

সুকমা, ২৯ ডিসেম্বর (হি.স.): ‘বচপন কা পেয়ার’ গানটি গেয়ে এখন বিখ্যাত ছত্তিশড়ের খুদে গায়ক সহদেব দিরদো। মাথায় গুরুতর আঘাত পেয়ে সে এখন হাসপাতালে ভর্তি। মঙ্গলবার বাইকে করে যাওয়ার সময়ে বাইক থেকে পড়ে যায় সে। স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পরে তাঁকে জগদলপুরের মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়৷ চিকিৎসকরা জানিয়েছেন, মাথায় গুরুতর আঘাত পেয়েছে সহদেব। তবে, এখন বিপদমুক্ত। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে।

‘বচপন কা পেয়ার’ গানটি নেটমাধ্যমে চার দিকে ছড়িয়ে পড়ার পরে বলি গায়ক এবং সুরকার বাদশা এই খুদেকে নিয়ে গানটি নতুন করে তৈরি করেছিলেন। বাদশার সৌজন্যের সহদেব জনপ্রিয়তা পায়। মঙ্গলবার বালিতে পিছলে যাওয়ার কারণে সহদেবের মোটরবাইক পিছলে যায়, মাথায় চোট পায়। বুধবার চিকিৎসকরা জানিয়েছেন, সহদেব এখন বিপদমুক্ত। চিকিৎসকরা তাঁর শারীরিক অবস্থার দিকে নজর রাখছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *